আলমাস হোসেনঃ সাভারের আশুলিয়ায় মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া বাজারে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন ধামসোনা ইউনিয়ন পরিষদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় ফুটবল খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।