মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডের উপনির্বাচন সোমবার ১২ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিন্ধীতা করছেন দুই জন প্রার্থী। তিন কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮৪৮ জন।
নির্বাচন অফিস সূত্র জানায়, সুষ্ঠু ভোট গ্রহনের জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ যাতে সুষ্ঠু ভাবে ভোট প্রয়োগ করতে পারে সেদিকে নজর দেওয়া হবে। ওই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের মৃত্যুবরণ করা কারণে উপ-নির্বাচন হচ্ছে। এতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন- খায়রুন নেছা প্রতীক (বই) এবং নুরুন্নাহার আক্তার প্রতীক (তালগাছ)। ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোট ভোটার ৪ হাজার ৮৪৮ জন।
নির্বাচন অফিসার মোহাম্মদ আবু তাহের বলেন, সুষ্ঠু ভোগ গ্রহনের জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করবেন। জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য আইন শৃঙখলা বাহিনীও তৎপর আছেন।