বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শ্রীশ্রী রাম ঠাকুরের দোল উৎসবের ১০০ বছর উপলক্ষে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানের নিষেধাজ্ঞা রাত বারটায় শেষ //জেলেরা নামবে নদীতে আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব নওগাঁয় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে গণধর্ষণ; দুইজনের যাবজ্জীন মতলব উত্তরে নবাগত উপজেলা প্রকৌশলীর যোগদান ৭২ ঘন্টার ব্যবধানে  ডাকাতিয়ায় ডুবে কলেজ ও স্কুল ছাত্রের মৃত্যু // সোয়া ঘন্টার মধ্যে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার বিজয়ী এর উদ্যোগে হুইল চেয়ার বিতরন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ- তানিয়া খান চাঁদপুরে দুরারোগ্য রোগীদের মাঝে দেড় কোটির টাকা চেক প্রদান চাঁদপুরের মতলব উত্তরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরি করে তাদের সংসার চলে বাঁশ শিল্পীদের 

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল বিচার-সংস্কার-নির্বাচন এই তিনটি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ—-শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন 

  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বির্নিমানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
শুক্রবার ২০ রমজানে শহরের এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্যে বলেন, গণহত্যাকারীদের বিচার, সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার এবং দ্রুততম সময়ে নির্বাচনের সবগুলো বিষয় আমাদের কাছে সমান। ৫ই আগস্ট যেনতেনো একটি নির্বাচনের জন্য তৈরি হয়নি। বরং ৫৩ বছরের অপশাসন অপরাজনীতি দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতনের বিরুদ্ধে একটি রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরির জন্যই ছাত্রজনতা নির্দ্বিধায় জীবন দিয়েছিল এবং একটি সফল বিপ্লব সংঘটিত হয়েছে। জুলাই-আগস্ট এর করুন চিত্র আমরা ভুলে যাইনি, এখনো মুগ্ধের পানি লাগবে, পানি লাগবে, সেই শব্দ আমাদের কানে বাসছে। এখনো আবু ছাইদ কে গুলি করার দৃশ্য আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে আছে। এখনো আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাইয়ের ১৮ জুলাই’র সেই ঐতিহাসিক বক্তব্য, “এই নরপিশাচ তুই আমার সন্তানের বুকে কেন গুলি মারলি”। “৪ আগষ্ট শাহবাগে ছাত্র-জনতার উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে শায়খে চরমোনাই’র ঐতিহাসিক ঘোষণা আগামীকাল আমরা গণভবন ঘেরাও করব।জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দেবো এই জালিম হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না”এই শব্দগুলো আমরা ভুলে যাইনি। দুই হাজার শহীদ ৩০ হাজারের উপরে পঙ্গুত্বের জীবন বরণকারীদের বিচারের পূর্বে  রিফাইন্ড আওয়ামীলীগ নামে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এটা তো শহীদদের রক্তের সাথে, শহীদ পরিবারের সাথে বেইমানী ছাড়া আর কিছুই নয়। এরা কারা এদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি আরো বলেন, আমরা ভেবেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলো, আবার ঐক্যবদ্ধভাবে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করব যেখানে থাকবে না কোন অবিচার জুলুম নির্যাতন, থাকবে না কোন হানাহানি মারামারি চাঁদাবাজি দখলদারি। এটাই ছিল আমাদের প্রত্যাশা। আসুন ক্ষমতার নেশা পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে শান্তি ও নিরাপদ অভয় আশ্রম হিসেবে গড়ে তুলি। যেখানে মানুষ শান্তি ও নিরাপত্তা পাবে। যেখানে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি কে এম ইয়াছিন রাসেদসানির পরিচালনায় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল, হোসেন মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা হেফাজতের ইসলামের সভাপতি মাওলানা  লিয়াকত হোসাইন,  সেক্রেটারী মুফতি মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা খেলাফত মজলিস আহ্বায়ক তোফায়েল আহমেদ, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক শাহজালাল গাজী সোহাগ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডক্টর মাহমুদ বেলায়েত হোসাইন। অনুষ্ঠানেরর শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ তানজিত হোসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com