বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি

  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ১১৬ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের হাঁট বাজারে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। গত কয়েকদিনে টমেটো, গাজর, বেগুন, শসা সহ বিভিন্ন সবজির অতিরিক্ত দাম বেড়েছে। কাচা মরিচের বাজারে লেগেছে আগুন। প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হচ্ছে ২শ থেকে আড়াইশ টাকায়। এর সাথে যুক্ত হচ্ছে এলাচ ও দারুচিনির দাম।

চাঁদপুরের নতুন বাজার, পালবাজার, ওয়ারলেছ বাজার ও বিপণীবাগ বাজার ঘুরে দেখা যায়, পাকা টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১শ ৩০ থেকে ১শ ৪০ টাকায়, গাজর ৭০ থেকে ৮০ টাকায়, বেগুন, শসা, ঝিঙ্গা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। বেগুন, শসা, টমেটো ও গাজরের মতো করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ঝিঙ্গা, ঢেড়স, চিচিঙ্গা, দুন্দল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, লাউ প্রতি পিচ ৪০ থেকে ৫০ টাকা দরে। ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, বন্যা ও বৃষ্টির কারণে সব ধরনের সবজি ক্ষেত নষ্ট হয়েছে। সব থেকে ক্ষতি হয়েছে কাঁচা মরিচ।

যার জন্য আমরা কাওরান বাজার ও কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে যেসব তরিতরকারি পাইকারি কিনে আনছি তা অধিক দামে কিনতে হচ্ছে। যার ফলে খুচরা বাজারে আমরাও বেশি দামে বিক্রি হচ্ছে। মসলার মধ্যে এলাচ ১শ গ্রাম বিক্রি হচ্ছে ৩শ টাকায়, দারুচিনি ৪৫ টাকায়,প্রতি কেজি লবঙ্গ ১৫শ থেকে ১৭শ টাকায়, জিরা ৪শ থেকে ৪শ ৫০ টাকা, গোলমরিচ ৬শ টাকা, তেজপাতা ১শ ৫০ টাকা, ধনে ১শ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চালের দাম অপরিবর্তিত রয়েছে। খোলা আটা ২৬ টাকা, প্যাকেট আটা ৩২ টাকা, প্রতি প্যাকেট লবণ ৩০ থেকে ৩৫ টাকা, পোলাওর চাল ৯০ থেকে ১শ ১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, খোলা ময়দা ২৮ টাকা, প্যাকেট ময়দা ৩৫ টাকা, খেসারী ডাল ৭০ টাকা, মশুর ডাল ১শ থেকে ১শ ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com