নিজস্ব প্রতিবেদ ।।
করোনাভাইরাস সতর্কতায় ঈদের আগ পর্যন্ত চট্টগ্রামে সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। শনিবার দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা।
জনস্বাস্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বিপণিবিতান ব্যবসায়ী সমিতির নেতারা।
ব্যবসায়ীরা বলছেন, দিন দিন চট্টগ্রামে করোনার আক্রান্ত সংখ্যা বাড়ছে। এ অবস্থায় চট্টগ্রাম নগরীর ৪টি পৃথক এলাকার ব্যবসায়ীদের নিয়ে আলাদা বৈঠক হয়েছে। নগরীতে প্রায় অর্ধ শতাধিক বড় শপিং মল রয়েছে। সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, মহানগরীর মিমি সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অভিজাত ১১টি বিপণিবিতান বন্ধের ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, চট্টগ্রামে শুক্রবার একদিনে সর্বোচ্চ ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের রোগীর সংখ্যা ১৯৭ জন।