মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

ঈদে ঘরে ফেরা লঞ্চযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হবে

  • আপডেটের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ১৫৪ বার পঠিত হয়েছে

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

মানিক দাস : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে লঞ্চ মালিক প্রতিনিধি, নৌ-পুলিশ ও নৌ-যান শ্রমিক এবং সিএনজি মালিকসহ সংশ্লিস্টদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর নৌ-থানায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বক্তব্যে বলেন, গত ঈদুল ফিতরের ন্যয় এই ঈদেও আমরা যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য চেষ্টা করবো। তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। কারণ লঞ্চে ডেঙ্গু আক্রান্ত রোগী আসবে। এ ধরনের রোগী আসলে যাতে করে সেবা পায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেবার জন্য নৌ-টার্মিনালে পুলিশ ক্যাম্পের পাশাপাশি দু’টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে।

তিনি আরো বলেন, লঞ্চগুলো ঢাকা ঘাট ত্যাগ করার পূর্বে লঞ্চের এসির পানির মধ্যে এবং প্রতিটি কেবিনে এ্যারাসোল স্প্রে করতে হবে। প্রতিটি লঞ্চে বাধ্যতামূলক এ্যারাসোল স্প্রে রাখার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

এডিএম বলেন, লঞ্চে স্টাফের পোষাকের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী কমপক্ষে দুইজন থাকতে হবে। চাঁদপুর থেকে ঈদের পরে যেন অতিরিক্ত যাত্রী না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। লঞ্চের টপ ছাদে যাত্রী উঠানো যাবে না। লঞ্চে ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে এবং সেই ঝুড়ির ময়লা নদীতে ফেলা যাবে না। কারণ এতে পরিবেশ দূষোণ হয়। লঞ্চের সতর্কতামূলক বানী মাইকিং করে প্রচার কতে হবে।

তিনি আরো বলেন, কোন লঞ্চে অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী উঠানো যাবেনা। রোভার স্কাউট সদস্য যারা লঞ্চঘাটে দায়িত্ব পালন করবেন, তাদের সাথে খারাপ আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঘাটে প্রবেশের সময় যাত্রীদের টিকিট যাতে না ছিড়ে দ্বিতীয়বার ব্যবহার না করা হয়। এরপূর্বে এই বিষয়ে জরিমানা করা হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা লঞ্চঘাটে প্রবেশের সময় তাদের কাছ থেকে টোল আদায় করতে হবে। কারণ যাত্রী নিয়ে টোল আদায় করতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল মিয়া, বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোস্টগার্ডের চীফ পেটি অফিসার ইছহাক আলী,এ সি পি এস বাকি, উপ পরিচালক চাঁদপুর নৌ বন্দর পরিবহন কর্মকর্তা,ইন্জিনিয়ার ফয়েজ আহমেদ,ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুর রহমান, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আলমগীর হোসেন, নৌ-থানার ওসি মো. আবু তাহের খান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, নৌ-পুলিশের পুলিশ পরিদর্শক মো. হারুনুর রশিদ,নৌ বন্দর পরিবহন পরিদর্শক রেজাউ করিম সুমন,নৌ বন্দর পরিবহন পরিদর্শক মাহতাব উদ্দিন,পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, লঞ্চ মালিক প্রতিনিধিওবাংলাদেশ নৌ-যান শ্রমিক লীগের চাঁদপুর জেলার সভাপতি মো. বিপ্লব সরকার,লঞ্চ মালিক প্রতিনিধি শওকত বেপারি,,লঞ্চ মালিক প্রতিনিধি আলি আজগর,লঞ্চ মালিক প্রতিনিধি রুহুলআমিন হাওলাদার,লঞ্চ মালিক প্রতিনিধি ইউসুপ আলি বেপারি,সিএনজি মালিক সমিতির সভাপতি কাজি ফারুক,চাঁদপুর নৌ বন্দর সিবি এ শ্রমিক ইউনিয়ণ এর সভাপতি ছাত্তার,চাঁদপুর নৌ বন্দর সিবি এ শ্রমিক ইউনিয়ণ এর সধারন সম্পাদক আত্তার প্রমূখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com