বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ক্যারিয়ারে খুব বেশি সময় পার করেননি শবনম বুবলী। কিন্তু এরইমধ্যে পেয়েছেন জনপ্রিয়তা। গত বছর তার অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ নামে দু’টি ছবি মুক্তি পায়। শুরুতেই ক্যারিয়ারে দুই ছবিতেই শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন। এবারের ঈদে বুবলীর নতুন দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি দুটির নাম ‘অহংকার’ ও ‘রংবাজ’। এ দুটি ছবিতেই তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে বুবলী বলেন, দুটি ছবি নিয়েই আমি বেশ আশাবাদী। আর দু’টি ছবি দুই ধরনের গল্প নিয়ে তৈরি হয়েছে। তাই দর্শক বিরক্ত হবে না। ‘অহংকার’ ছবিটি দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। গানগুলো এরইমধ্যে দর্শক পছন্দ করেছেন। আর ‘রংবাজ’ ছবির গানের শুটিং হয়েছে ইতালি ও সুইজারল্যান্ডে। তাই এ ছবির গানে দর্শক নতুনত্ব পাবেন। আবারো ঈদে ছবি মুক্তি পাচ্ছে বলে দারুণ খুশি এই অভিনেত্রী। এদিকে, খুব শিগগির নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করবেন উত্তম আকাশ। এ ছবিতেও তার নায়ক হিসেবে থাকছেন শাকিব খান। নোয়াখালীতে জন্ম হলেও বুবলী বেড়ে উঠেছেন ঢাকায়। তাই এখন বাবা ও মায়ের কাছ থেকে এই ভাষা শেখার অভ্যাস করছেন তিনি। ছবির শুটিংয়ের আগে এই ভাষা রপ্ত করা নিয়েই ব্যস্ত এখন এই অভিনেত্রী। দর্শক এবার তাকে পর্দায় নোয়াখালীর মেয়ে হিসেবেই
পাবেন। প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ও আবদুল মান্নানের ‘রংবাজ’ ছবি দু’টি নিয়েও সমান আশাবাদ ব্যক্ত করেছেন বুবলী।