ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর ডায়াবেটিক সমিতির পরিচালিত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে রহিমানগর বাজারে অবস্থিত শাহজালাল শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাহপারানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক এমপি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন,একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ বদরুন্নাহার, ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। এছাড়াও বক্তব্য রাখেন- মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. জামিল রেজা চৌধুরী, সমিতির দাতা সদস্য মো. শাহজালাল, তৌহিদুল ইসলাম খোকা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ। এসময় রহিমানগর বাজার ব্যবসায়ী,সমিতির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।