স্টাফ রিপোর্টার:
জানাগেছে শনিবার মধ্যরাতে শিলাস্থান রাস্তার পাশে বক্সী হাজী বাড়ির ইউনুছ ফকিরের তিনটি অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়। মধ্যরাতে ইউনুছ ফকিরের বাড়ির ভিতর গরু ঘর থেকে চোর চক্র প্রায় ৩লক্ষ টাকার একটি গাভী ,১টি বাছুর ও একটি ষাড় গরু নিয়ে পালিয়ে যায়।
শনিবার সকালে ঘুম থেকে উঠে ইউনুছ ফকির গরু দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে পাশের বাড়ির ও তার পুরান বাড়ির লোকজন দখতে আসে। ওই দিন দুপুরে কচুয়া থানার এসআই আবু হানিফ ও আ: ছাত্তার ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউনুছ ফকিরের ধারনা দুষ্ট লোকের সহযোগীতায় তাকে আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ করতে গরু গুলি চুরি করেছে। তার সম্বল গরুগুলি চুরি হওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছে ইউনুছ ফকির । ইউনুছ ফকির গরু গুলি ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছে।