কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
কচুয়ায় ভয়াভয় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার কাদলা ইউনিয়নের চৌহমুনী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়’রা জানান, দোকান ঘর থেকে বৈদ্যুতিক শর্ট শার্কেটের থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কচুয়া ফায়ের সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ও বাজার ব্যবসায়ীরা ঘটনারস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ’রা জানান, অগ্নিকান্ডে ফার্মেসি,কাঁপড়,দর্জি,মনোহরী ও সেলুনসহ ৭টি দোকানে ২০ লক্ষ টাকার ক্ষতিসার্ধিত হয়েছে।