কচুয়া প্রতিনিধি॥
কচুয়ায় কোমরকাশা গ্রামে এক অসহায় গৃহবধূকে মারধর স্বর্ন অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার কচুয়া উপজেলার কোমরকাশা গ্রামের মির্জাগাজী প্রধানীয় বাড়ীতে এ ঘটনা ঘটে। গত সোমবার আহত গৃহবধূ বাদী কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া উপজেলার কোমরকাশা গ্রামের মির্জাগাজী প্রধানীয় বাড়ীর রিক্সা চালক হাসান আলী স্ত্রী রানু বেগম (৪০) এর সাথে একই গ্রামের প্রধানিয়া বাড়ীর মৃত মান্নান মিয়ার ছেলে মো.মিজানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বুধবার সকালে রানু বেগম বাড়ীর পাশে ছাগল বাধিয়া আসার সময় হাতে মাটি দেখে মিজানুর রহমান রানু বেগমকে অশ্লীন ভাষায় গালিগালাজ করেন তা প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধমকি প্রর্দশন করেন বিবাদী মিজানুর রহমান। পরে বিবাদী মাতার কাছে অশ্লীন ভাষায় গালিগালাজ বিষয়টি বিচার চাইলে বাদী রানু বেগমের উপর উত্তেজিত হয়ে এলোপাতারি ভাবে মারধর করেন এবং তার গলা থাকায় ১ভরি ৮ আনির স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় যাহার মূল ১লক্ষ ৫হাজার টাকা। আহত রানু বেগম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। বিবাদী মিজানুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।