ওমর ফারুক সাইম, কচুয়া ॥
কচুয়ায় গরিব ও অসহায় পরিবারের লোকজনের মাঝে ঘর, ঢউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র ,গরিব ও অসহায়দের মাঝে ঘর,ঢেউটিন ও চেক বিতরণ করেন, প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি এসময় প্রধান মন্ত্রী’র জমি আছে, ঘর নেই প্রকল্পের আওয়তায় ৮৪ পরিবারের মাঝে ঘর, দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওয়তায় ৪৭ পরিবারের মাঝে পরিবার প্রতি ২ বান্ডেল করে ঢেউ টিন ও পরিবার প্রতি ৬ হাজার টাকার চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রুমন দে, চাঁদপুর জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, চাঁদপুর পলিটেকনিক ইন্সিটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন সজীব প্রমূখসহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।