কচুয়া প্রতিনিধিঃ
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ও ইউপি মেম্বার প্রার্থী মো.মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে মাহে রমযান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ছে। গতকাল শনিবার দুপুরের
মালচোয়া,কাদিরখিল গ্রামের অসহায় ১৩০টি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
মেম্বার প্রার্থী মিজানুর রহমান বলেন, মহামারী করোনার কারনে সারাদেশে চলছে লকডাউন। লকডাউনের এই সময়ে অনেক মানুষ তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। অর্থাভাবে অনেকের সংসার চলছেনা। এরই মধ্যে চলছে পবিত্র মাহে রমযান। এ সময় দিনমুজুদের অবস্থা খুবই খারাপ। কোন কাজ করতে পারছেনা তারা,দু’মুঠো ভাত জোগাড় করাই এখন তাদের কষ্ট হয়ে পড়েছে।এই অসহায় মানুষদের পাশে আমাদের সকলের দাড়ানো উচিত।
তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। নিম্ম আয়ের মানুষদের মাঝে আমার সাদ্যমত ইফতার সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।মানুষ ও মনুষাত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যহত থাকবে। করোনা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারন তারা লজ্জায় চাইতে পারছেনা না।
তাই সমাজের বিত্তবানদের উচিত তাদের খোজরাখার ও তাদের পাশে দাড়ানোর। সর্বশেষ তিনি অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবায়ন জানান। তিনি আরো বলেন, আমি আমার ওয়ার্ডের মানুষের সুখে দু:খে সবসময় পাশে থেকে কাজ করতে চাই। আমি আমার নিজস্ব অর্থায়নে সমর্থ অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতেও যেন আরো সেবা সহযোগিতা করতে পারি ।
এসময় ইফতার সমাগ্রী বিতরণের সময় ইউনিয়ন,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ দলীয় সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন