কচুয়া প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন, ২ পাথৈর ইউনিয়ন,৩নং বিতারা ইউনিয়ন,৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন,৬নং উত্তর কচুয়া ইউনিয়ন,৮নং কাদলা ইউনিয়ন,৯নং কড়ইয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. মোফাচ্ছেল হোসেন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন গুলোতে দলীয় কার্যক্রম নেই। কমিটি বিলুপ্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন গতিশীল এবং নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.মোফাচ্ছেল হোসেন খান বলেন, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় উপজেলার ১০টি ইউনিয়নেরই কমিটি বিলুপ্ত করা হয়। দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।