রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

কচুয়ায় ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি কোয়া-চাঁদপুর দাখিল মাদ্রাসা

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১৭১ বার পঠিত হয়েছে

 কচুয়া প্রতিদিন ডেস্ক দীর্ঘ ২০ বছরও এমপিওভুক্ত না হওয়ায় সীমাহীন দুর্ভোগ ও কষ্টের বোঝা মাথায় নিয়ে চলছে কচুয়া পৌরসভাধীন ২নং ওয়ার্ডে অবস্থিত কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় শতভাগসহ সন্তোষজন ফলাফল অর্জন করে আসছে , সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষা ফলাফল প্রকাশে গত (৩১ মে) কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষা ভালো ফলাফল অর্জ করেন শিক্ষার্থীরা । মাদ্রাসাটি এমপিওভুক্ত করণের স্বপ্ন নিয়ে বার বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন শিক্ষক, কর্মচারী ও মাদ্রাসা পরিচালনা কমিটি।

জানা গেছে, ২০০০ সালের ১ জানুয়ারী কোয়া-চাঁদপুর গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের সাবেক উপ-পরিচালক মরহুম মো. আমিনুল হক এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০ শতাংশ ভূমি থাকলেও ক্লাস চলার মতো কোন একাডেমিক ভবন না থাকায় সমস্যার মধ্য দিয়ে পাঠদান চলছে। এছাড়া স্থায়ী শিক্ষক, নতুন একাডেমিক ভবন, শৌচাগার ও আসবাবপত্রের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মো. ইয়াকুব আলী জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই আমি ও অন্যান্য শিক্ষক-কর্মচারীগণ মাদ্রাসায় কর্মরত রয়েছি। বর্তমানে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় স্ত্রী সন্তানদের নিয়ে অতি কষ্টে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দুঃখ কষ্ট দেখার যেন কেউ নেই। মাদ্রাসাটিতে বর্তমানে ১৩জন শিক্ষক, ৩ কর্মচারী ও প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ না থাকায় বাধ্য হয়ে কখনো বারান্দায়, কখনো বা খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো. জামাল হোসেন জানান, কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত করণ করা এখন সময়ের দাবি। এলাকাবাসির দাবির প্রেক্ষিতে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মাদ্রাসায় ভবন নির্মাণে ১০ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এরই প্রতিশ্রুতিতে গত প্রায় বছর খানেক যাবৎ প্রায় কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়। ভবনটি বর্তমানে ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে উপরে ভিট লেভেলের কাজ প্রায় শেষের দিকে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com