স্টাফ রির্পোটার ॥
নোয়াখালী,ফেনী,লক্ষীপুর,চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে। রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কচুয়া উপজেলা কৃষি অফিস হলরুমে ৩দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষনের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে এসময় কৃষি প্রশিক্ষন দেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম,চাঁদপুরের কৃষি সম্প্রসারন উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন প্রমুখ।