মানিক দাস // করোনায় প্রাণ হারালেন চাঁদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৫)। করোনায় সংক্রমিত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আতাউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম শুক্রবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় সংক্রমিত হয়ে আতাউর রহমান প্রথমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাতে তিনি মারা যান। তার সহকর্মীরা জানান, গত ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে আতাউর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় যান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। দুই সন্তানের জনক আতাউর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার ঢাকায় থাকেন। আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন।