আলমাস হোসেন: করোনা ভাইরাস রোধে সাভারে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে আনন্দপুর সামাজিক কল্যাণ সোসাইটির উদ্যোগে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। অনুষ্ঠানে এসময় আগত অতিথিরা সবাই হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিস্কার করেন ও করোনা ভাইরাস রোধে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে বলেন।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে এসময় স্থানীয়রা জানায়, সাভারে মশার উপদ্রব্য বেড়ে গেছে দিনের বেলায় কোন রকম থাকা গেলেও রাতে মশার কামড়ে মানুষের ঘুম হচ্ছে না। মানুষ এখন মশার আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাৎক্ষণিক ভাবে এসময় পৌর মেয়রের নির্দেশে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মশা নিধনের স্প্রে করা হয়। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু, আনন্দপুর সামাজিক কল্যাণ সোসাইটির সভাপতি মাকসুদুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খাঁন শান্তসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।