কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে পৌরসভার ১১নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল- চাল, আলু, মসুর ডাল ও লবণ।
খাদ্য সামগ্রী পেয়ে ওই এলাকার গৃহবধূ আলেয়া বেগম ও জরিনা বেগম সহ অনেকেই বলেন, করোনাভাইরাসের কারণে কাজকাম বন্ধ, ঘরে খাবার নাই। এই দুঃসময়ে ফরহাদ ইকবালের খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুবই খুশি।এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।