মানিক দাস ॥ চাঁদপুর পৌরসভা নির্বাচনে তফফিল ঘোষনার ৯ম দিনে কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসে নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেন। মনোনয়নপত্র উত্তোলন করেন পুরুষ কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডে সোহেল রানা, ১৩নং আরিফ হোসেন তালুকদার লিটু। মহিলা কাউন্সির পদে ৭, ৮ ও ৯ শিল্পী বেগম, ৪, ৫ ও ৬নং আনোয়ারা বেগম। ২নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ নয়ন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মনি বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেন পুরুষ কাউন্সির পদে ১নং ওয়ার্ডে আসলাম গাজী, ১৫নং ওয়ার্ডে কবির চৌধুরী। মহিলা কাউন্সিলর পদে ১০, ১১ ও ১২ ওয়ার্ডে রেবেকা সুলতানা বকুল। আগামী ১ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরুষ কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। দুপুর আড়াইটায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাচাই করা হবে।