মানিক দাস // চাঁদপুর কালিবাড়ি মন্দিরে বৈশ্বিক করোনা মহামারির ভয়াবহতার কারণে স্বস্হ্য বিধি মেনে স্বপ্লপরিসরে গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।
করোণার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে ১৪ এপ্রিল থেকে।
১৫ এপ্রিল ব্যবসায়ি ও হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্ষ পঞ্জিকার হিসাব অনুযায়ি পহেলা বৈশাখ নব বর্ষ উদযাপন করে।তাই ব্যবসায়িরা শুভ হাল খাতা খুলেছে। সেই লক্ষ্যে চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দিরে প্রতি বছরের ন্যায় গনেশ পুজার আয়োজন করে। তবে এ বছরের পুজা ছিল সম্পূর্ন ভিন্ন।স্বাস্হ্য বিধি মেনে অল্প পরিসরে ভক্তের আগমনে গনেশ পূজা অনুষ্ঠিত হয়। তবে ব্যবসায়িরা শুভ হাল খাতা গনেশের চরনে ছুইয়ে নতুন বছরে ব্যবসা বানিজ্য যেন ভাল হয়, করোনা থেকে যেন সবাই মুক্তি লাভ করে সেই প্রার্থনা করেছে।