আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি।।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। হাসপাতালের মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের অধিকাংশই ঢাকায় আক্রান্ত। ভর্তি হওয়া রোগীদের বাড়ি কুমিল্লা জেলায়।
চিকিৎসকরা জানান, গত ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। এর মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীওে ডেঙ্গু ভাইরাস শণাক্ত করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।