সুমন আহমেদ, মতলব উত্তর (চাঁদপুর) :
চাঁদপুরের মতলব উত্তরে কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিলেন কৃষকলীগ নেতৃবৃৃন্দ। ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে এখলাছপুর ইউনিয়নের বোস্টার পাম্প সংলগ্ন বাগের লামা বিলে তাহের নেতার ছেলে কৃষক মনির হোসেন নেতার ২০ শতাংশ জমির ধান কেটে বাড়ী পৌছে দিয়ে মাড়াই করে দেন।
মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের নেতৃত্বে থানা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ইলিয়াছ মিজি, এখলাছপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. হেলাল প্রধান, কৃষকলীগ নেতা মন্টু নেতা’সহ ১২ জন কৃষকলীগ নেতা-কর্মী ধান কাটায় অংশ গ্রহন করেন।
করোনা মহামারীর গত বছর ২০২০ সালে লকডাউনের সময়েও মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১শ’ একর জমির ধান কেটে মাড়াই করে কৃষকদের বাড়ীতে পৌছে দেন কৃষকলীগ নেতৃবৃন্দ।
মতলব উত্তর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, বাংলাদেশের চারবারের নির্বাচিত সফল রাষ্ট্রনায়ক মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মতলব উত্তর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে বাড়ী পৌছে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কৃষক হচ্ছে আমাদের প্রাচীন শ্রমিক। কৃষক আমাদের প্রতিধিনের খাদ্য যোগায়। ইতিহাস সাক্ষ্য দেয় অতীতের উন্নত জাতিগুলো কৃষিকার্যেও উন্নত ছিল।
মতলব উত্তর উপজেলার কৃষকলীগের সকল নেতা-কর্মী কৃষকের কল্যাণে সুখে-দুঃখে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন্শাআল্লাহ।