মানিক দাস // বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ কে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানাতে চাঁদপুর লঞ্চঘাটে হাজারো মানুষের ঢল দেখা গেছে। তবে লঞ্চঘাটে যাত্রীরা কিছুটা বিড়ম্বনায় পড়েন।
বুধবার ১২ জানুয়ারী বেলা পৌনে ১২টায় ঢাকা থেকে চাঁদপুরে আসা বোগদাদিয়া-৭ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এসে পৌছলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান চাঁদপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ লঞ্চ যোগে চাঁদপুর আসায় লঞ্চে যাত্রীদের উঠা নামতে করতে বিরম্বনায় পরতে হয়েছে। চাঁদপুর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করে। শহরে দেখা দেয় দীর্ঘ্যতর যানজট। তাতে করে ও নগরবাসী পরতে হয়েছিল নাকালের মাঝে।
চাঁদপুর লঞ্চঘাটে কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান শাহিনসহ বিএনপি অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির নেতা লঞ্চ করে চাঁদপুর ঘাটে আসায় যাত্রীদের কিছুটা সমস্যা হয়। তবে পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ
সঠিক সময়ে ব্যাবস্থা নেওয়ায় বেশী একটা সমস্যা হয়নি।