বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ক্যাবের স্মারকলিপি প্রদান মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ মতলব উত্তরে দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তন জনিত প্রশিক্ষণ সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)

কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় উদ্বোধনের আগেই নদী গর্ভে বিলিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৭০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনের আগেই বিলীন হল তেঁতুলিয়া নদীতে। মঙ্গলবার রাত পৌনে ৩টায় তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভবনের দুই-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। অবশিষ্ট অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যে কোনো মুহূর্তে ওই ধ্বংসস্তূপও নদীগর্ভে হারিয়ে যেতে পারে। নদীগর্ভে হারিয়ে যাওয়া এ প্রতিষ্ঠানটি হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তাল তেঁতুলিয়া-কালাবদর নদীর কাজীরদোয়ানী মোহনায় এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হলেও এখন পর্যন্ত উদ্বোধন হয়নি।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ তেঁতুলিয়ায় বিলীন হয়ে গেছে। এখনও ভাঙনের মুখে রয়েছে শ্রীপুর বাজার, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমি মাদ্রাসা।

বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদ হোসেন জানান, অনেক দিন ধরে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি হুমকির মুখে ছিল। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে ফের ভাঙন শুরু হলে ভবনটির দুই-তৃতীয়াশ নদীতে বিলীন হয়। অবশিষ্ট অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী বোরহানউদ্দিন মোল্লা জানান, নির্মাণ কাজ শেষে ২৮ জুন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভাঙনের হুমকির মুখে পড়লে ২২ অক্টোবর ওই ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। বিক্রির আগেই মঙ্গলবার রাতে ভবটির বেশিরভাগ নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র লোকমান হোসেন বলেন, এলজিইডির অর্থায়নে ২০১৬ সালে যখন সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু হয়, তখন ওই স্থান থেকে তেঁতুলিয়ার দূরত্ব ছিল মাত্র আধা কিলোমিটার। ঝুঁকিপূর্ণ জেনেও স্থানীয় প্রভাবশালীরা ভবন নির্মাণের জন্য স্থানটি শনাক্ত করেন। ভাঙনের ফলে নির্মাণে ব্যয় হওয়া ৭০ লাখ টাকার পুরোটাই জলে গেল।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com