চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলো।
চলুন যেনে নেয়া যাক কোন বোর্ডে পাশের হার কত……
ঢাকা: ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫। জিপিএ -৪৯ হাজার ৫০০।
দিনাজপুর: দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ। জিপিএ-১৭ হাজার ৫৭৮ জন।
ময়মনসিংহ: ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ, জিপিএ ১০ হাজার ৯২টি।
যশোর: যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ জিপিএ ১৬ হাজার ৪৬১।
বরিশাল: বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ জিপিএ- ১০ হাজার ২১৯
রাজশাহী: রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১
কুমিল্লা: কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭
চট্টগ্রাম: চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৯১.১২
সিলেট: সিলেট বোর্ডের পাসের হার ৯৬.৭৮
এছাড়া মাদ্রাসায় বোর্ডে পাসের হার ৯৩.২২ জিপিএ ১৪ হাজার ১১৩। কারিগরিতে পাসের হার- ৮৮.৪৯ জিপিএ ৫ হাজার ১৮৭।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। মাত্র এক মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণি পাঠদান না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। একজন শিক্ষার্থী নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে। আবশ্যিক বিষয়ে এ বছর পরীক্ষা হয়নি। মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন।