আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ বাজার যানজট নিরসনের ফুটপাতে ৪শ’তাধিক ফল দোকান, অবৈধ স্থাপনা, রাস্তার উপর বাস বিআরটিসি, জনতা, নিউজ জনতা, ফারজানা, চট্টগ্রাম-আশুগঞ্জ, মিতালী বাস টিকেট কাউন্টার উচ্ছেদ, দিনের বেলায় সকল ট্রাক্টর সম্পূর্ণ বন্ধ। রাস্তার উপর গাড়ী রেখে কোন প্রকার লোড-আনলোড করা নিষেধ করেছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস জানায়, কোম্পানীগঞ্জ বাজারের সিলেট-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর কোন বাস টিকেট কাউন্টার থাকবে না। জেলা পরিষদের জায়গায় নতুন বাস টার্মিনালে সকল বাস টিকেট কাউন্টার থাকবে। কোন বাস সার্ভিস যদি রাস্তার উপর টিকেট বিক্রি করে দেখা মাত্র মামলা দেওয়া হবে।
এতে উপস্থিত থেকে উচ্ছেদ অংশ করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(নির্বাহী ম্যাজিস্ট্রেড) অভিশেক দাস, মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানা তদন্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ, নবীপুর (পূর্ব)ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মিনিবাস মালিক সমিটির সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ইউপি’র সদস্য সুজন মিয়াসহ ৬টি বাস টিকেট কাউন্টার কর্মকর্তা কর্মচারীরা। দুই প্লোটোন পুলিশ এতে উপস্থিত ছিলেন।