মানিক দাস // চাঁদপুরে গুয়াখোল ক্রীড়া চক্রের পূর্নাঙ্গ কমিটি গঠনকল্পে ও বার্ষিক বনভোজন উদযাপনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের হোটেল গ্রেন্ড হিলশা গুয়াখোল ক্রীড়া চক্রের সভাপতি মাহবুবুর রহমান শাহিনের সভাপ্রধানে ও সাধারন সম্পাদক শবে বরাতের পরিচালনায় বক্তব্য রাখেন,নাছির চোকদার,সাহেদুল হক মোর্শেদ,মেরাজ চোকদার,শাহজালাল টিংকু,ওসমান গনি জনি,জাহাঙ্গীর প্রধানিয়া,শামীম চোকদার,রাজু আহমেদ,শাকিল,বর্ষা,প্রিন্স,অতনু,শাহরিয়ার,হিমেল,আল আমিন প্রমুখ। এসময় গুয়াখোলা ক্রীড়া চক্রের গঠিত ২ বছরের কমিটির পূর্নাঙ্গ করতে আলোচনা করা হয় এবং বার্ষিক বনভোজনের তারিখ ও ভেনু নির্ধারনে আলোচনা হয়।