ঘোড়াঘাট প্রতিনিধি
রবিবার দুপুরে ঘোড়াঘাটে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়,রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর এলাকায় একটি ক্ষেতের জঙ্গলের মধ্যে স্থানীয় জনসাধারন লাশটি পরে থাকতে দেখে ঘোড়াঘাট থানায় খবর দেয়। পরে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহিলার পরনে কালো বোরকা ও মুখে মাস্ক লাগানো ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধাকৃত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।