মানিক দাস // চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় নতুন ফেরিঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে চাঁদপুর ও শরীয়তপুর অংশে ভূমি অধিগ্রহণের অনুমোদন হয়েছে। অধিগ্রহণ কাজ শেষ হলে এ বছরই উভয় পাড়ে ঘাট নির্মাণ কাজ শুরু হবে। নতুন ঘাট নির্মাণ হলে দীর্ঘ সময়ের যানজট নিরসণে ব্যাপক ভূমিকা পালন করবে।
হরিণা ফেরী ঘাট ঘুর দেখাগেছে হরিণা ফেরিঘাটে বর্তমানে দু’টি ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এই দু’টি ঘাট দিয়ে ৭টি ফেরি অধিকাংশ গাড়ী পার করতে সক্ষম হয়। তবে নদীতে স্রোত বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে যানজটের সমস্যা বাড়তে থাকে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা গত ১৬ জানুয়ারি হরিণা ফেরিঘাট ও আলু বাজার ফেরিঘাটে নতুন ঘাট নির্মাণ করার জন্য ভূমি অধিগ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে।
এই সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘাট নির্মাণের জন্য হরিণা ঘাট এলাকায় প্রস্তাবিত গোবিন্দিয়া মৌজায় ২.৩২৯৪ একর এবং নরসিংহপুর মৌজায় ১.৭৪০৬ একর অর্থাৎ মোট ৪.০৭ একর ভূমি অধিগ্রহণ প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।
এই কর্মকর্তা আরো বলেন, ঘাট নির্মাণের জন্য আমাদের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে চলতি বছরই কাজ শুরু হবে। আমার জানামতে হরিণা ঘাটের বর্তমান পার্কিং ইয়ার্ডের দক্ষিণে বালু ভরাটকৃত জমিটিই নতুন ঘাটের জন্য প্রস্তাব করা হয়েছে।