মানিক দাস // চাঁদপুর শহরের বিনোদন কেন্দ্রগুলোতে এ বছর নেই কোনো পিকনিক পার্টির আনাগুনা। পার্ক কতৃপক্ষ যেন অলস সময় পার করছে। বিশেষ করে শহরতলীর আশিকাটি ইউনিয়নের শাহতলি ফিডার সড়কে ৪২ একর সম্পত্তির মধ্যে ১২ একর সম্পত্তিতে ফাইভ স্টার পার্ক গড়ে তুলা হয়েছে প্রায় ৭ বছর আগে। প্রতি বছর শীতের মৌসুম আসলে পার্কটি বর্নিল ভাবে সাজানো হয়। আর এ বছর শীতের মৌসুমে ফাইভ স্টার পার্কের শিশুদের বিনোদনের রাইডারের রিপিয়ারিং কাজ করা হচ্ছে। ফাইভ স্টার পার্ক কতৃপক্ষ জানান, ২০১৯ সালে বৈশ্বিক করোনা ভাইরাস দেখা দিলে প্রসাশনের নির্দেশে পার্কটি কয়েক মাস বন্ধ রাখা হয়।
তারপর যাওয় খুলা হয় তাও আবার দর্শক শূণ্য। ২০১৮ সালের পর থেকে তেমন একটা পিকনিক পাটি আসছে না। পিকনিক পার্টি না আসলে আমাদের পার্কের ব্যবসা মন্দা ভাব চলে আসে। ২০১৯ সালে করোনার কারণে বিভিন্ন বিদ্যালয়ের পিকনিক পাটি আসেনা। এ বছর পিকনিক পার্টিতো দূরের কথা গড়ে ৪০/৫০ জন দর্শক ও আসে না ভ্রমনের জন্য।আমাদের স্টাফদের বেতন ও জোগাতে কস্ট হয়ে পরছে। ফাইভ স্টার পার্কের ক্যান্টিন পরিচালক মোঃ সাজু জানান, গত ২ বছর আগে প্রচুর পিকনিক পার্টি এসেছিল। কিন্তু গত বছর বৈশ্বিক করোনা মহামরির কারনে পার্ক বন্ধ থাকায় পিকনিক পার্টি আসেনি। এ বছর এখন পর্যন্ত একটি পাটিও পিকনিক করতে আসেনি। না আসায় আমাদের ক্যান্ট্রিনে ব্যবসা মন্দা ভাব বিরাজ করছে। পার্ক কতৃপক্ষ পিকনিক পাটির আসার জন্য সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্হা, পরিচ্ছন্ন পরিবেশ তৈরি লরে টেখেছে। কিন্তু পিকনিক পার্টির দেখা পাচ্ছেনা। তারা দাবী করছেন করোনার জন্য বিদ্যালয় বন্ধ থাকায় পিকনিক আয়োজকরা আসছে না। অন্য দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি কুঞ্জ পার্কে ও একই অবস্হা বিরাজ করছে।