রেদোয়ান খান রাজন
মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলেদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা থাকলেও সকল জেলে সে ভাতার মুখ দেখতে পারে না।
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন এর নাও ভাংগা জয়পুর চরে মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলেদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা থাকলেও সকল জেলে সে ভাতার মুখ দেখতে পারে না।
শুধু তাই-ই নয়, মৎস্য আহরণের সঙ্গে জড়িত মূল শ্রমিকেরাই সে ভাতা থেকে বঞ্চিত।
৯নং জহিরাবাদ ইউনিয়নে জেগে ওঠা চরে বসবাস করেন মোঃ আনোয়ার মিয়া, পেশায় একজন জেলে,
সরকারি নিয়ম অনুযায়ী তাকে জেলে কার্ড করে দেওয়া হলেও সেই ভাতা থেকে বঞ্চিত আনোর মিয়া।
বিষয় টি স্থানীয় ইউপি সদস্য কাজল মেম্বার এর কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান লিস্টে আনোয়ার মিয়ার নাম আসে নাই আমি কি করবো।
পরে তার করনীয় সম্পর্কে জানতে চাইলে তিনি লাইন কেটে দেন।
মৎস জেলে আনোয়ার মিয়ার দাবি ভুক্তভোগী আরও অনেকেই রয়েছে যারা সরকারি অনুদান থেকে বঞ্চিত।
তিনি আরও জানান অনেক ভূয়া জেলে আছে যারা নিয়মিত ভাতা পায়।
বিষয় টি বাংলাদেশ সরকারের মৎস অধিদপ্তর, মৎস বিভাগ সহ উর্ধতন কর্মকর্তাদের নজরে আনার অনুরোধ করেছেন ভুক্তভোগী জেলেরা।