সজীব খান, চাঁদপুর।
চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় চাঁদপুর সার্কেট হাউজ থেকে র্্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্ব জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার আবিদা সিফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারবেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, টিআইবির সভাপতি মোশারেফ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, টিআইবির এরিয়া ম্যানেজার মাসুদ রানা, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাইল করিম, যুব উন্নয়নের উপ-পরিচালক শামছুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।