বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ঐতিহাসিক বিজয় আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক নতুন করে বিপদ আসার সম্ভাবনা তৈরি হয়েছে: মির্জা ফখরুল মতলব উত্তরে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১ বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠান মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৬বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত মতলবে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা আশিকাটিতে চেয়ারম্যান মেম্বারদের অবাঞ্চিত ঘোষনা চাঁদপুরে আ’লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় সমন্বয়কে বিএনপির কুপিয়ে জখম রংতু‌লির তিন বছর মেয়াদী নতুন ক‌মি‌টি ঘোষণা সভাপ‌তি মাহবুব আনোয়ার বাবলু ও সাধারনন সম্পাদক মইনুদ্দিন লিটন‌

চাঁদপুরে এক কোটি সাত লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে নৌপুলিশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১২৬ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) জেলা শহরের আলোচিত এলাকা টিলাবাড়িতে নৌপুলিশের সাঁড়াশি অভিযানে এক কোটি মিটারেরও বেশি নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়।এতে নেতৃত্ব দেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান।চাঁদপুর নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক জানান, জেলা শহরের বড়স্টেশন এলাকার অদূরে টিলাবাড়ি। এখানে শতাধিক জেলে পরিবার বসবাস করে। কিন্তু তাদের মধ্যে একশ্রেণির অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধন করছে। আর এই কাজে ব্যবহার করছিল নিষিদ্ধ কারেন্ট জাল। এমন তথ্য পেয়ে গত কিছু দিন সেখানে নৌপুলিশের গোয়েন্দা নজরদারি নেয়া হয়।
তিনি জানান, একপর্যায়ে সত্যতা নিশ্চিত হওয়া গেলে বৃহস্পতিবার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় জেলেদের বসতঘর থেকে এসব জাল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে জেলেরা তাদের বসতবাড়ি ছেড়ে গাঢাকা দেয়।এই অভিযানে বিপুলসংখ্যক নৌপুলিশের সদস্য ছাড়াও আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন।
অভিযানের পর সংবাদিকদের কে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও উদ্ধার হওয়া নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া কারেন্ট জালের পরিমাণ এক কোটি সাত লাখ মিটার।এদিকে, জেলার হাইমচরে মেঘনা নদীতে জাটকা নিধন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ১০ জেলে। বৃহস্পতিবার নীলকমল নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এই ১০ জেলেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।গত ১ মার্চ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় ৪০ মেট্রিক টন জাটকা, তিনকোটি মিটার জাল এবং ৫ শতাধিক মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ৪০০ জেলেকে। যাদের একটা অংশকে কারাদণ্ড এবং অন্যদের আর্থিক জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।প্রসঙ্গত, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ কর্মসূচি চলাকালে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। একই সঙ্গে জাটকা বিক্রয়, মজুত ও পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com