মানিক দাস // চাঁদপুরের সেই বিতর্কিত কৃষি ব্যাংকের (চাঁদপুর অঞ্চলের) এজিএম কাইয়ুম খানকে অবশেষে লক্ষ্মীপুর জেলায় শাস্তিমূলক বদলী করা হয়েছে।
৭ নভেম্বর তাকে চাঁদপুর জেলা থেকে লক্ষ্মীপুর জেলায় বদলী করা হয়েছে। কৃষি ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে ।
এ ব্যাপারে কৃষি ব্যাংক সদর উপজেলার ছোটসুন্দর শাখার ম্যানেজার রাজিব এর সত্যতা স্বীকার করেন করে বলেন,চাঁদপুর কৃষি ব্যাংকের (চাঁদপুর অঞ্চলের) এজিএম কাইয়ুম খান স্যারকে লক্ষ্মীপুর জেলায় বদলী করা হয়েছে। এ ব্যাপারে অফিস আদেশ জারি হয়েছে ।
প্রসঙ্গত, চাঁদপুর মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করে নৌ-পুলিশ। চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ৪ নভেম্বর চাঁদপুর কৃষি ব্যাংকের এজিএম আব্দুল কাইয়ুম খানকে আদালত জামিন প্রদান করে। পরে তাকে তিনি লক্ষ্মীপুর জেলায় বদলী করা হয়।