শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ইয়ার লা‌ঞ্চিং ও‌ দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ আটক ২  চাঁদপুরে জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে  কালীবাড়ী মন্দিরে লীলা ও পদাবলী কিত্তনে ভক্তের সমাগম চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন 

চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ১৩৭ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজেনে এবং ব্র্যাক,অপকা ও পিএইচডি’র সহযোগিতায় বুধবার (১৮ অক্টোবর) পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

য় জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন,‘স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। স্যানিটেশনের দিক দিয়ে বিশ্বের অনেক দেশ থেকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এ জন্যে সরকারকে অনেক যুদ্ধ করতে হয়েছে। আমাদের পূর্ব পুরুষরা স্যানিটেশনের সঠিক ব্যবহার না জানার কারণে কলেরা,ডায়রিয়াসহ নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যেত। সরকারের সঠিক প্রদক্ষেপ ও প্রচার-প্রচারণার কারণে দেশে এখন মৃত্যুর হার নাই বললেই চলে।’

তিনি আরো বলেন,‘স্যনিটেশনের ওপর গবেষণায় সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে। আর অগ্রদূত হিসেবে চাঁদপুর রয়েছে। চাঁদপুরের অনেক মানুষ আগে পানিবাহিত নানা রোগে মারা যেত। তাই সরকার চাঁদপুর জেলার মতলবে আইসিডিডিআরডি হাসপাতাল নির্মাণ করছেন। সরকার এখন গ্রামে গ্রামে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের পাশাপাশি নিরাপদ পানির ব্যবস্থা করছে। ল্যাট্রিন থেকে আসার পর ভাল ভাবে হাত ধুতে হবে। দেশে সুস্থ জনগণের দরকার রয়েছে। তাই স্যানিটেশন মাসের গুরুত্ব আমাদের বুঝতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহ্মুদ কবীর চৌধুরী।

ডিস্টিক হাইজিন অফিসার আইরিন সুলতানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কবির উদ্দিন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com