বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ইয়ার লা‌ঞ্চিং ও‌ দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ আটক ২  চাঁদপুরে জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে  কালীবাড়ী মন্দিরে লীলা ও পদাবলী কিত্তনে ভক্তের সমাগম চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

চাঁদপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া আ’লীগ নেতা রফিকুল্লাহ’র জানাজা ও দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া জেলা আওয়ামী লীগ নেতা মো. রফিকুল্লাহ কোম্পানির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর রোববার বাদ জোহর শহরের নতুন বাজারস্থ সফিনা বডিংয়ের পাশে মরহুমের নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুফতি সিরাজুল ইসলাম।
জানাজার নামাজে পূর্ব মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,
চাঁদপুর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়াত হোসেন গাজী বিল্লাল।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডিও পাটোয়ারী সঞ্চালনায়
বক্তারা বলেন, মরহুম রফিকুউল্লাহ পাটোয়ারী একজন রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি একজন পরোপকারী ও সদা হাস্যজ্জল, ভালো মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত। আমাদের মহান মুক্তিযুদ্ধে রফিকুল্লাহ পাটোয়ারী পরিবারের অনেক অবদান রয়েছে। বিশেষ করে তার বড় ভাই শহীদ জাবেদ মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর শহরের প্রথম শহীদ ছিলেন। এমন একজন মানুষকে নিজ বসত ঘরে দুর্বৃত্তের ছুরির আঘাতে খুন হতে হবে, এটি মেনে নেওয়া খুবই কষ্টের। চাঁদপুর শহরের মতো একটি শান্তিপূর্ণ জেলায় এটি আমরা কখনই প্রত্যাশা করিনি। আমরা অবিলম্বে দোষীকে সনাক্ত করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সায়িত করা হয়। এর আগে পোস্টমডেম শেষে পুলিশ মরহুমের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
গতকাল রাতে মরহুম রফিকুল্লাহ কোম্পানীর ভাতিজা তম্ময় বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় হত্যা কাণ্ডের রাজ স্বাক্ষি মিরাজকে সামনে রেখে বেশ কয়েকজন স্কাউট সদস্যকে জিঞ্জাসাবাদ করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com