বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব নওগাঁয় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে গণধর্ষণ; দুইজনের যাবজ্জীন মতলব উত্তরে নবাগত উপজেলা প্রকৌশলীর যোগদান ৭২ ঘন্টার ব্যবধানে  ডাকাতিয়ায় ডুবে কলেজ ও স্কুল ছাত্রের মৃত্যু // সোয়া ঘন্টার মধ্যে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার বিজয়ী এর উদ্যোগে হুইল চেয়ার বিতরন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ- তানিয়া খান চাঁদপুরে দুরারোগ্য রোগীদের মাঝে দেড় কোটির টাকা চেক প্রদান চাঁদপুরের মতলব উত্তরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরি করে তাদের সংসার চলে বাঁশ শিল্পীদের  মুন্ডা চিরায়ত সংঙ্গীত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালবৈশাখী ঝড়ে কচুয়ায় বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক কৃষানীর মৃত্যু 

চাঁদপুরে দোকান ও মার্কেট খুললেও ক্রেতার দেখা নেই // ব্যবসায়ীরা হতাশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬১ বার পঠিত হয়েছে

মানিক দাস // অবশেষে ১১ দিনের লকডাউন শেষে ঈদ উপলক্ষে সরকার দোকান ও শপিং মল সীমিত সময়ের জন্য খোলার অনুমতি দিয়েছে। তবে এ ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা। সে সব ব্যবস্থা পালনের কথা চিন্তা করে চাঁদপুর শহরে ২৫ এপ্রিল রবিবার থেকে অধিকাংশ দোকান-শপিং মল খুলেছে ব্যাবসায়ীরা। তবে ঈদের আগে যে রকম ক্রেতা সমাগম হওয়ার কথা মার্কেটে ক্রেতা সে রকম দেখা যাচ্ছে না, ছিটেফোঁটা ক্রেতা দেখা যাচ্ছে।

এতে করে চাঁদপুরের ব্যাবসায়ীদের মাঝে এক প্রকার হতাশা আর দুশ্চিন্তা বিরাজ করছে। সোমবার চাঁদপুর শহরের বিভিন্ন মার্কেটে, শপিং ঘুরে এমনটাই দেখা যায়, প্রতিটি বিপনীবিতানে প্রবেশ পথে রাখা হয়েছে জীবাণুনাশক স্প্রে, যাতে জুতা জীবাণুমুক্ত করে প্রবেশ করা যায়। প্রতিটি বিপনীবিতানের ঈদুল ফিতর উপলক্ষে বাহারি পোশাক সাজিয়ে রাখা হয়েছে। তবে এত সব আয়োজন থাকলেও যাদের জন্যে আয়োজন সেই ক্রেতাদের দেখা নেই।

চাঁদপুর শহরের অন্যতম পরিচ্ছন্ন শপিং সেন্টার হাকিম প্লাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এ মার্কেটের কুয়াশা শটিং সেন্টারের পরিচালক ও চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব মিলন জানান,’ক্রেতারা যেন স্বাস্থ্যবিধি মেনে এবং সুরক্ষাসামগ্রী ব্যবহার করে মার্কেটে প্রবেশ করেন, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। এছাড়া ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করেন, এ বিষয়ে প্রত্যেক দোকান মালিককে বলা হয়েছে। তাছাড়া সীমিত আকারে ক্রেতা প্রবেশের সুযোগ রেখেছি। একসঙ্গে অনেক ক্রেতা ঢুকতে দিচ্ছি না।

কিন্তু ক্রেতা খুব একটা নেই। তবে আমরা আশাবাদি ঈদুল ফিতরের দিন ঘনিয়ে আসলে হয়তো ক্রেতা বাড়তে পারে। তাছাড়া করোনার কারণে দেশের পরিস্হিতি ভাল না। সবাই না না দুচিন্তায় দিন কাটাচ্ছে। তিনি আরো জানান, মানুষের হাতে টাকা পয়সা নেই। গত ১১দিন লকডাউন থাকায় মানুষের আয় রুজি কমে গিয়েছে। মানুষজন জমানো টাকা আর ধার-দেনা করে বেঁচে আছে। চাঁদপুর শহরের সবচেয়ে বড় মার্কেট রেলওয়ে হকার্স মার্কেট।এ মার্কেটের ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির মৃধা বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্রেতাদের জন্য ব্যবস্থা রেখেছি।

মাস্ক পরা অবস্থায় ক্রেতাদের প্রবেশ করতে দিচ্ছি। তবে ১১ দিন লকডাউনে মার্কেট বন্ধ থাকার পর খোলা হয়েছে। মার্কেট খোলার পর এখন পর্যন্ত তেমন ক্রেতা সমাগম তেমন হয়নি। এখনো আশানুরুপ ক্রেতার দেখা নেই। এ অবস্থায় একদিকে ঢাকার পাইকারি ব্যাবসায়ীদের বাকিতে মাল কেনার টাকা, সমিতি বা এনজিও থেকে ঋণ করার টাকা কোথা থেকে জোগান দিবে তা নিয়ে মার্কেটের অধিকাংশ দোকানদার চিন্তিত। অপরদিকে একই চিত্র দেখা গেছে শহরের মীর শপিং কমপ্লেক্স, সেবা সিটি সেন্টার, ফয়সাল শপিং সেন্টার, আহমেদ শপিং সেন্টার, শেখ ম্যানসন, মিয়া ম্যানশন, নিউ মার্কেট, প্রিয়াং শপিং সেন্টার সহ সকল মার্কেটে। প্রতিটি মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজন আর বাহারী পোশাকের সমারোহ থাকলেও ক্রেতার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com