জানা যায়, আজম খান ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকালে সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক স্বাগত জানান। এসময় নেতা-কর্মীদের হাতে ছিলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত নানা ধরনের ব্যানার ও ফেস্টুন। পরে ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁদপুর জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে তাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি চাঁদপুরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন এবং বিএনপির নেতা-কর্মীসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিএনপি নেতা আজম খান চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেন খানের পুত্র। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আজম খান দীর্ঘদিন প্রবাসে থাকাকালে সাউথ আফ্রিকা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য।