মানিক দাস //
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকা থেকে ৩ যুবককে মাতাল অবস্থায় আটক করেছে পুলিশ।
১৬ এপ্রিল শুক্রবার রাত অনুমান ১টার দিকে পুরাণ বাজার লোহারপুল এলাকা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানার এএসআই আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স।
আটক মাতাল যুবকরা হলেন, পুরান বাজার এলাকার জাফর (৩০) ও করিম গাজী (২৮) এবং শহরের ওয়ারলেছ এলাকার সুমন মিজি (৩০)।
১৭ এপ্রিল শনিবার দুপুরে আটক ৩ যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ।এএসআই আবু হানিফ জানান, মদপানের বিষয়টি আটক ৩ যুবক স্বীকার করেছেন। তারা পুরান বাজার মদের কাউন্টার থেকে ১০ আউন্স বাংলা মদ কবনে পান করে।রাসরতায় মাতলামি করাবস্হায় তাদের আটক করা হয়।