উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডঃ শাহজাহান মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রবিউল।
জেলা গণ অধিকারের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক জাকির হোসেনের পরিচালনায় এডিএম একরামুল সিদ্দিক, চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার পরিচালক মোঃ সালাউদ্দিন, মোঃ বিল্লাল হাওলাদারসহ জামায়াত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় শতাধিক বানিজ্যিক স্টল স্হান পেয়েছে। মেলা প্রানবন্ত করতে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন গেইট, লাইটিং টাওয়ার, ঝর্ণা এবং অফিস কক্ষ। বাচ্চাদের বিনোদনের জন্য মেলা মাঠে বসানো হয়েছে নাগর দোলা, সাম্পান, ড্রাগন ট্রেন, মিনি ট্রেন, ওয়াটার বোর্ড, স্রিপার, জাম্পিংসহ নানান বিনোদনের ইভেন্ট। মেলায় মুখরোচক খাবার, চটপটি, থ্রি পিচ গ্যালারী, বাচ্চাদের খেলনা সামগ্রী, কসমেটিক ও গৃহ সজ্জার স্টল স্হান পেয়েছে।