মানিক দাস চাঁদপুরে একটি পিকআপ ভ্যান ভর্তি ১৫শ’ কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে পুরান বাজার ফাঁড়ি পুলিশ। শুক্রবার ১৬ এপ্রিল ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশ থেকে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এস আই লিলুছুর রহমানসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-২১-০০৯৭) থাকা ১০টি ড্রামে ১৫ শ কেজি জাটকাসহ ২ জনকে আটক করা হয়।
দুপুর সাড়ে ১২টায় স্থানীয় এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়।আটককৃত হলেন: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের রুবেল গাজী (২৮) ও চালক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইদ্রিস মিয়া (২১)।তারা জাটকা গুলো ঢাকায় নিয়ে যাচ্ছে বলে তারা স্বীকার করে। পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, জাটকাগুলো রাতের আধারে পিকআপ ভ্যানে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৫ শ’কেজি জাটকা মাছসহ দুইজন কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।