চাঁদপুর তথা পুরো জেলাবাসী প্রিয় কণ্ঠ শিল্পী তাহমিনা হারুনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ বিল্পব সরকার ও যুগ্ম সম্পাদক মানিক দাস। তারা এক শোকবার্তায় বলেন তাহমিনা হারুন চাঁদপুরের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী।শুধু তাই নয় তিনি সবার কাছে গুণি শিল্পী হিসাবে পরিচিত ছিলেন। আজ তিনি আমাদের সবাইকে ছেরে চলে গেছে না ফেরার দেশে। তাহমিনা হারুনের পরিবার যেন এ শোক সইতে পারে মহান সৃস্টি কর্তা তাদের শক্তি দান করেন।