মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদিয় দূর্গা পূজার দিন যতই ঘনিয়ে আসছে আয়োজক আর কারিগরগন ব্যস্ত হয়ে পরছে।আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদিয় দূর্গা পূজা শুরু হবে।২৬ অক্টোবর বিজয়া দশমির মধ্যদিয়ে তা সমাপ্ত হবে।এবছর চাঁদপুর জেলায় ২০৪ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শুনা যাচ্ছে।
এ বছর চাঁদপুর সদর উপজেলার ৩৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে চাঁদপুর সদর উপজেলা পূজা উদর্যাপন পরিষদ সভাপতি সুশিল সাহা ও সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর নিশ্চিত করেছেন।
এবছর মতলব উত্তর উপজেলায় ২৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শুনা যাচ্ছে।
হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রূহি দাস বণিক ও সাধারন সম্পাদক সমীর লাল দত্ত জানান,এ বছর ও২৭টি মন্ডপে পূজা হবে বলে জানতে পেরেছি।
এবছর ফরিদগঞ্জ উপজেলায় ২০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি হিতেশ চন্দ্র শর্মা ও সাধারন সম্পাদক লিটন কুমার দাস জানান।
এবছর কচুয়া উপজেলায় ৪১ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে কচুয়া উপজেলা পূজা উদর্যাপন পরিষদ সভাপতি ফণী ভূষণ মজুমদার তাফু ও সাধারন সম্পাদক বিকাশ সাহা পূজার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৩ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি কিশোর ককুমার ঘোষ নিশ্চিত করেছেন।
এবছর হাইমচর উপজেলায় ৫ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে হাইমচর উপজেলা পূজা উদর্যাপন পরিষদ সভাপতি বিবেক লাল মজুমদার পূজার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবছর শাহরাস্তি উপজেলায় ১৭ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে শাহরাস্তি উপজেলা পূজা উদর্যাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি নিখিল মজুমদার ও সাধারন সম্পাদক অমৃত মজুমদার টুটুন নিশ্চিত করেছেন।
হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রূহি দাস বণিক ও সাধারন সম্পাদক সমীর লাল দত্ত জানান,এ বছর ও২৭টি মন্ডপে পূজা হবে বলে নিশ্চিত ককরেছেন।