মানিক দাস // চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের সংবধনা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্যাহ সেলিম।
তিনি বলেন, আমাদের অনেক ছোট সংগঠন আছে। আমরা যদি ছুট সংগঠন গুলোকে চাঙ্গা করলে এ সরকারকে হঠাতে আন্দোলন করতে পারবো।আমরা যদি প্রতিটি পেশাজীবী সংগঠন গুলোর একজন করে প্রতিনিধিদের একত্রিত করি তাহলে ৫০ জন হলেও আমরা আন্দোলন করতে পারবো। চাঁদপুরে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এ সরকারকে হঠাতে আন্দোলন সংগ্রাম করতে জেলা প্রশাসক আর পুলবশ সুপারের কাছে অনুমতি আনকে হবে না, তারাই আমাদের কে ছেলুট দিবে।
বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনেজেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিজয়ী সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জুনিয়র সহ সভাপতি অ্যাডঃ এ এম এম মাঈনুল ইসলাম, জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাডঃ নাদিম হোসেন।
অনুভুতি ব্যক্ত করেন জেলা অাইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।