মানিক দাস // চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ ১ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলমগির হোসেন রনির নেতৃত্বে এসআই মোঃ আব্দুছ ছালাম, এএসআই মোঃ নেছার আহমদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করে চাঁদপুর মতলব পেন্নাই সড়কের মাথার মোবারক শপিং কমপ্লেক্সের সামনে থেকে হাজীগঞ্জ উপজেলার কালচো ইউনিয়নের খলিফা বাড়ির মাদক ব্যবসায়ী মোঃ রুবেল খলিফা (২৫)কে আটক করা হয়। মাদক বিক্রি ও বহন করার কাজে ব্যবহৃত সিএনজির ভিতরে যাত্রী বসার সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।