মানিক দাস// চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে গত ১৪ জুন বুধবার সকাল সাড়ে ৭ পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একই এলাকার খান বাড়ী নাজমুল খান (২২)কে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। এই বিষয়ে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।যেখানে মাদক বিক্রি, পরিবহনের খবর পাওয়া যাবে সেখানে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে যাবে।