স্টাফ রিপোর্টার :
রাতের বেলায় নদীতে দুর্ঘটনা এড়াতে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ তিন ঘণ্টা এই অভিযান চলে চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায়।
এসময় ১২টি বাল্কহেড আটক করে নৌ পুলিশের অভিযানকারী দল। এই অভিযানে নৌ থানা চাঁদপুরসহ চারটি ফাঁড়ির সদস্যরা একযোগে অংশ নেন।
এতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন নদীতে উপস্থিত থেকে সরাসরি তদারকি করেন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশনায় রাতের বেলায় নৌপথ নিরাপদ ও দুর্ঘটনারোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নৌ পুলিশের এই কর্মকর্তা। তিনি আরো জানান, মূলত বাল্কহেড আটক করা অভিযানের লক্ষ্য নয়। নৌপথে দুর্ঘটনারোধ এবং এর সতর্ক চলাচলের জন্যই এই অভিযান।
জানা গেছে, প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক দিয়ে চালনা না করার কারণে বালুবাহী বাল্কহেডগুলো রাতের বেলা যাত্রীবাহীসহ অন্যান্য নৌ যানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এতে এসব বাল্কহেডের জন্য প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়লে তৎপর হয়ে উঠে নৌ পুলিশ। এর প্রেক্ষিতে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশে বিশেষ এই অভিযান শুরু করা হয়।