মানিক দাস // আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শারদীয় দূর্গা উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে চাঁদপুর পৌর পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ প্রথমে সংক্ষিপ্ত আকারে কমিটি অনুমোদন দেন।গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।পরে গত ২৬ সেপ্টেম্বর সোমবার পুর্নাঙ্গ ৫১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন।
নেপাল চন্দ্র সাহাকে সভাপতি, সাধারণ সম্পাদক সুমন সরকার জয় ও সাংগঠনিক সম্পাদক রজন চন্দ্র দে। অন্যান্যরা হলেনঃ সহ সভাপতি সুভাষ সাহা, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, চন্দন দে, সেন্টু সাহা, লক্ষ্মণ রায়,যুগ্ম সাধারন সম্পাদক কুমার বিশ্বজিত সাহা অপু, কার্তিক চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক অমিত সাহা রাজীব, অর্থ সম্পাদক মানিক সূত্রধর , সহ অর্থ সম্পাদক শুভ রায়, দপ্তর সম্পাদক রাজু দে, সহ দপ্তর সম্পাদক অভি ঘোষ, প্রচার সম্পাদক সুশান্ত ঘোষ, সহ প্রচার সম্পাদক সত্যজিত সাহা, গণসংযোগ সম্পাদক রাম দাস, সহ গণসংযোগ সম্পাদক গৌতম সাহা, গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, সহ গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক রুদ্র দে,সাংস্কৃতিক সম্পাদক মিঠুন সাহা বিলু, সহ সাংস্কৃতিক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সমাজ কল্যাণ সম্পদক বিশ্বজিত চন্দ্র নন্দু, সহ সমাজ কল্যাণ সম্পদক রাজিব নন্দী, আইন বিষয়ক সম্পাদক সুমন দাস, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন সম্পাদক দীপ চনাদ্র গুহ, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা,পূজা সম্পাদক পিযুষ চক্রবর্তী, সহ পূজা বিষয়ক সম্পাদক বাপ্পী মজুমদার।কার্যকরি সদস্য অমিত মজুমদার দিপু, তম্ময় মজুমদার,উজ্জর ঘোষ, সুবল দাস,সুদিপ্ত দত্ত মন্টি, সুহৃদ সাহা অংশু, দিপক রবি দাস, রনি দাস, বাদল ঘোষ, সজিব বর্ধন, তমাল সরকার, রতন ঘোষ, অনিক চন্দ্র দে, উজ্জ্বল দাস, সীমান্ত সাহা, রাজীব দাস, শুভ চন্দ্র দাস, সজল সরকার পিকি, অনিক লোধ, অরূপ রতন দাস ও তপন হরিজন।