চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের পৃষ্ঠপোষকতায় একুশের চেতনায় উজ্জীবিত সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জাগরণী অনুষ্ঠান করা হয়েছে।
২১শে ফেব্রুয়ারী সোমবার প্রথম প্রহরে জাগ্রত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এই জাগরণী অনুষ্ঠান করা হয়।
শহর ঘুরে ঘুরে জাগরণী গান, র্যালী এবং সবশেষ চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিণারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।